টপ

আলিপুর দুয়ারে ইভটিচিং কে কেন্দ্র করে মহিলা ও ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ বিধায়কের

আলিপুর দুয়ারের জটেশ্বরে গতকাল রাতে ঘটে যাওয়া ইভটিচিং কে কেন্দ্র করে ফালাকাটা থানার আই সি বিনোদ গাজমির এসে পৌঁছালেন জটেশ্বর সংলগ্ন প্রমোদনগর গ্রামে । 

সোমবার রাতে ইভটিচিং কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল আলিপুর দুয়ারের  জটেশ্বর এলাকা। জটেশ্বর পুলিশ পোস্ট ও জনতার মধ্যে খণ্ড যুদ্ধ হয় । উত্তেজিত জনতা বার বার তিন ইভটিজার কে তাদের হাতে তুলে দেওযার দাবি জানাতে থাকে। জটেশ্বর পুলিশ পোস্ট এর ফোনে ফালাকাটা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে অভিযোগ উত্তেজিত জনতা পুলিশ পোস্ট এ আগুন লাগানোর চেষ্টা করল পুলিশ বাধ‍্য হয়ে মৃদ লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে। এই রকম পরিস্থিতির মধ্যে আজ ফালাকাটা থানার আই সি বিনোদ গাজমির এসে পৌঁছালেন জটেশ্বর সংলগ্ন প্রমোদনগর গ্রামে, অভিযোগকারীর পরিবার গুলির সাথে দেখা করতে, এই খবর পাওয়া মাত্র গ্রামের লোক সেই স্থানে ভিড় জমায়। সকল গ্রামবাসী ও অভিযোগকারী পরিবার গুলিকে নিয়ে এক আলোচনা সভা করেন ফালাকাটা থানার আই সি বিনোদ জাগমির। পুলিশ প্রশাসনের তরফ থেকে তিনি গ্রামবাসীদের অনুরোধ জানান কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে না নেবার জন্য, এর পাশাপাশি পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে। পুলিশ সূত্রে জানা যায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিস ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৩২৩,৩২৫,৩৫৪ও ৩৫৪ সি ধারায় মামলা রুজু করেছে। ফালাকাটা থানার আই সি বিনোদ গাজমির  জানিয়েছেন "ইভটিজারদের মত ঘৃন্য অপরাধীদের কোন ভাবেই রেয়াত করা হবে না।তাই কড়া শাস্তির সুপারিস করেছি।" এলাকার বিধায়ক অনিল অধিকারি জানিয়েছেন "মহিলা ও ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর আমাদের সরকার।পুলিশকে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। কোন মূল্যেই বরদাস্ত করা হবে না অবহেলা বা কোন তালবাহানা বলে জানান তিনি।